Installment Payment Application Form

Analyst Skill e-Learning এর পক্ষ থেকে সকলের আর্থিক অবস্থা বিবেচনার প্রেক্ষিতে কোর্সের ফি Installment এর মাধ্যমে দেয়ার সুযোগ তৈরি করে দেয়া হয়েছে। কোন কোন কোর্সে Installment এর মাধ্যমে পেমেন্ট করা যাবে এবং তার শর্তগুলো কি কি, তা নিচে দেয়া হল। কেউ যদি কোন কোর্সের জন্য Installment এর মাধ্যমে ফি পরিশোধ করতে চায়, তাকে নিম্নবর্ণিত শর্তগুলো ভাল মতে পড়ে নিচের গুগল ফর্মটি পূরণ করা জন্য অনুরোধ করা হল।

১। শুধু মাত্র যেসব কোর্সের ফি ৩,০০০/- টাকার বেশি, সে সকল কোর্সের ফি Installment এর মাধ্যমে পরিশোধ করা যাবে।

২। Installment এ কোর্সের ফি পরিশোধের ক্ষেত্রে কোর্সের উপর দেয়া কোন কুপন / প্রমো কোডের মাধ্যমে অতিরিক্ত ডিস্কাউন্ট পাওয়া যাবে না। সেক্ষেত্রে ওয়েবসাইটে কোর্সের উল্লিখিত ফি এর উপরই Installment পেমেন্ট কার্যকর হবে।

ধরুন, ওয়েবসাইটে একটি কোর্সের ফি জেনারেল ডিস্কাউন্টের পর দেয়া আছে ৩,৫০০/- টাকা। সেই কোর্সের উপর একটি প্রমো কোডের মাধ্যমে অতিরিক্ত আরও ১০% ডিস্কাউন্ট দেয়া হয়েছে। ডিস্ককাউন্টের পর কোর্স হল ৩,১৫০/- টাকা। সেক্ষেত্রে যদি আপনি ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করেন, সেক্ষেত্রে আপনি প্রমো কোড এপ্লাইয়ের মাধ্যমে ৩,১৫০/- টাকায় কোর্সটিতে এনরোল হতে পারবেন।

আর আপনি যদি কোর্সটিতে Installment এর মাধ্যমে এনরোল হতে চান, সেক্ষেত্রে আপনার Installment অনুযায়ী বিকাশ ট্রানজেকশন ফি সহ ৩,৫০০/- টাকা পরিশোধ করে কোর্সটি সম্পন্ন করতে হবে।

৩। কোর্সের ফি ৩,০০১ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত হলে, সেই কোর্সের ফি সর্বোচ্চ দুটি Installment এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।

৪। কোর্সের ফি ৫,০০০ টাকার বেশি হলে, সেই কোর্সের ফি সর্বোচ্চ তিনটি Installment এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।

৫। Installment পেমেন্টের ক্ষেত্রে কোর্সের ফির প্রথম Installment আপনাকে কোর্স শুরুর আগে প্রদান করে কোর্সে এনরোল নিশ্চিত করতে হবে।

৬। কোর্সের ধরণ এবং ব্যাপ্তি অনুযায়ী কত তারিখের মধ্যে দ্বিতীয় Installment এবং তৃতীয় Installment (যদি প্রযোজ্য হয়) প্রদান করতে হবে, তা আপনি কোর্সের বাটনের নিচে থেকে দেখে সেই সময়ের মধ্যেই অবশ্যই পরিশোধ করতে হবে। অন্যথায় আপনার কোর্সের এনরোলমেন্ট বাতিল করা হবে। সেক্ষেত্রে ইতিমধ্যে প্রদানকৃত টাকা ফেরত নেয়ার সুযোগ নেই। তাই, কোর্স ফির Installment পেমেন্টগুলোর তারিখ ভালভাবে জেনে ও বুঝে কোন কোর্সে Installment এর মাধ্যমে এনরোল হওয়ার জন্য অনুরোধ করা হল।

৭। কোন কোর্সের Installment ফি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদান করতে ব্যর্থ হলে তার কোর্সের এনরোলমেন্ট বাতিলের পাশাপাশি উক্ত কোর্সের জন্য তৈর্রিকৃত ডেডিকেটেড WhatsApp গ্রুপ থেকেও তাকে রিমুভ করা হবে এবং সে কোর্স সার্টিফিকেশনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।

৮। কোর্সে Installment এর মাধ্যমে এনরোলমেন্টের ক্ষেত্রে পেমেন্ট করার মাধ্যম হিসেবে শুধু বিকাশ ব্যবহার করা যাবে। বিকাশ ছাড়া অন্য কোন মাধ্যমে পেমেন্ট করা যাবে না।

উপরে উল্লিখিত শর্তগুলোর সাথে আপনি একমত হয়ে থাকলে এবং সেই অনুযায়ী পেমেন্ট সম্পন্ন করার প্রতিশ্রুতি সাপেক্ষে নিচের গুগল ফর্মটি পুরণ করুন। আমাদের প্রতিনিধি আপনার সাথে অতি দ্রুত যোগাযোগ করবে। ধন্যবাদ।

Bkash (Send Money) Number: 01876932488

1. "MS Excel for Professionals: Basic to Advanced (Batch 1)" কোর্সের জন্য এই প্রথ্ম ইন্সটলমেন্টের ২,০৬০ টাকা পেমেন্ট করে এই ফর্মটি ফিলাপ করুনঃ https://forms.gle/LtJKFEh3cUmHXmN9A