Published - Fri, 05 May 2023 View - 272 times
একটা ব্যবসায়ের সঠিক আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার জন্য সঠিকভাবে অবচয় বা Depreciation নির্ণয় করা খুবই জরুরি। আজকের আর্টিকেলে আমরা আমরা Depreciation কী এবং তা নির্ণয়ের পদ্ধতিসমূহ সম্পর্কে বিস্তারিত জানবো। এছাড়াও এ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেবো।
ধরা যাক, এবছর একটি কোম্পানি ব্যবহারের উদ্দেশ্যে ২০,০০,০০০ টাকা মূল্যে একটি ট্রাক কিনলো, যার অনুমিত ব্যবহারযোগ্য আয়ুষ্কাল ১০ বছর। তবে চলতি বছরেই ট্রাক ক্রয়ের সম্পূর্ণ মূল্যকে যদি ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয় এবং বাকি বছরগুলোতে কোনো ব্যয় লিপিবদ্ধ না করা না হয় তাহলে চলতি বছরের ব্যয় অনেক বেশি দেখানো হবে এবং প্রকৃত মুনাফা কম দেখানো হবে, যা এটি হিসাববিজ্ঞানের নিয়ম পরিপন্থী।
এই ব্যবহারযোগ্য আয়ুষ্কালের মধ্যে ট্রাকটির ক্রয়মূল্য বন্টন করাই হলো অবচয়, সরলরৈখিক পদ্ধতিতে যার প্রতিবছরের অবচয় (২০,০০,০০০÷১০) =২ ০০,০০০ টাকা। হিসাববিজ্ঞানের চলমান ব্যবসায় ধারণা এবং মিলকরণ নীতি অনুযায়ী এই Depreciation ধার্য করা হয়।
উদাহরণস্বরূপ- একটা প্রতিষ্ঠান ১লা জানুয়ারি, ২০২২ তারিখে একটি মেশিন ক্রয় করে। যেটি ব্যবস্যায়ে উৎপাদনের জন্য ১লা ফেব্রুয়ারিতে কারখানায় সংস্থাপন করা হয়। এক্ষেত্রে মেশিনটির অবচয় ১লা জানুয়ারি নয়, ১লা ফেব্রুয়ারি হতে গণনা করতে হবে।
অবচয় চার্জের সময় অবচয় চার্জের ধরণ সম্পর্কে সচেতন থাকতে হবে। এক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখতে হবে। যেমন গত বছর একরকম পদ্ধতিতে অবচয় ধার্য করলেন, অন্য বছর অন্য রকম পদ্ধতিতে। এতে যথার্থভাবে মূল্যায়ন হবে না। কারণ অবচয় চার্জের পদ্ধতি হেরফের হলে প্রতিষ্ঠানের নিট লাভ/ক্ষতির পরিমাণও হেরফের হয়। তখন প্রতিষ্ঠানে দক্ষতা পরিমাপ করতে অসুবিধা হয়।
অবচয়ের পরিমাণ এমন হওয়া উচিত না যার আয়ুষ্কাল পর্যন্ত সমষ্টি করলে সম্পত্তির ক্রয়মূল্য হতে বেশি হয়।
Depreciation ক্যালকুলেশনসহ ফিক্সড অ্যাসেট এর সম্পূর্ণ ম্যানেজমেন্ট ও রিপোর্টিং শিখতে, অর্থাৎ IAS 16 তে এক্সপার্ট হতে আমাদের IAS & IFRS সম্পর্কিত কোর্সগুলো করতে পারেন।
IAS & IFRS সম্পর্কিত কোর্সগুলো দেখতে এবং এনরোল করতে এই লিংক ক্লিক করুন।
অবচয় ধার্য্যের সরলরৈখিক পদ্ধতিতে সম্পত্তির অবচয়যোগ্য মূল্যকে এর মোট ব্যবহারিক জীবনকালের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। এ পদ্ধতিতে প্রতিবছর সমান হারে অবচয় ধার্য করা হয় এবং অন্যসকল পদ্ধতির তুলনায় এ পদ্ধতিতে ১ম বছরে অবচয় সবচেয়ে কম থাকে। সরলরৈখিক পদ্ধতিতে সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয়।
এ পদ্ধতিতে কীভাবে অবচয় নির্ণয় করতে হয় তা উদাহরণসহ বুঝতে নিচের ছবিটি খেয়াল করুন।
Source: embroker.com
যে পদ্ধতিতে পূর্ববর্তী বছরের তুলনায় চলতি বছরে কম অবচয় ধার্য করা হয় তাকে ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলে। এ পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না। প্রতিবছর সম্পত্তির বইমূল্যের উপরে নির্দিষ্ট হারে অবচয় ধার্য্য করা হয়। এজন্য অবচয়ের হার অবশ্যই প্রয়োজন।
এ পদ্ধতিতে অবচয়ের পরিমাণ প্রতিবছর ক্রমান্বয়ে কমতে থাকে এবং এর হ্রাসের হার এবং অবচয়ের হার সমান। এ পদ্ধতিতে অবচয় নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে জানতে নিচের ছবিটি খেয়াল করুন।
Source: double-entry-bookkeeping.com
Source: double-entry-bookkeeping.com
এ পদ্ধতিতে সম্পত্তির প্রত্যাশিত মোট কাজের ক্ষমতার এককের ভিত্তিতে অবচয় ধার্য করা হয়। প্রতিবছর কী পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা হচ্ছে তার উপর ভিত্তি করে অবচয় নির্ণয় করা হয়।
উদাহরণসহ বিস্তারিত বুঝতে নিচের ছবিটি ভালোভাবে খেয়াল করুন।
Source: slideplayer.com
Depreciation কি একটি Expense?
হিসাববিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান ধারণা ও মিলকরণ নীতি অনুযায়ী অবচয় ধার্য করা হয়। সম্পত্তির ক্রয়মূল্যকে এর জীবনকালের মধ্যে বন্টন করা হয় অবচয় নামক একটি হিসাবের মাধ্যমে, যেটাকে হিসাববিজ্ঞান একটি ব্যয় হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ কারণেই প্রতিষ্ঠানের ব্যয় বিবরণীতে ব্যয় হিসেবে লিপিবদ্ধ করে আর্থিক ফলাফল নির্ণয় করা হয়।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য
অবচয় নির্ণয়ের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো যা আপনার জেনে রাখা উচিত।
সারসংক্ষেপ
অবচয় বা Depreciation নির্ণয় করা একজন অ্যাকাউন্ট্যান্ট এর অন্যতম কাজ। সঠিকভাবে তা নির্ণয়ে ব্যর্থ হলে ব্যবসায়ের প্রকৃত আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা যেমন ভিন্ন হয় তেমনি কর প্রদানেও গড়মিল তৈরি হয়। এজন্য সঠিকভাবে Depreciation নির্ণয় করতে জানা খুবই জরুরি।
আশা করছি, এই আর্টিকেলের মাধ্যমে Depreciation সম্পর্কে সঠিক ধারণা দিতে পেরেছি এবং নির্ণয়ের পদ্ধতিগুলো সম্পর্কেও জানাতে পেরেছি। সময় নিয়ে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
Sun, 09 Mar 2025
Thu, 01 Jun 2023
Sun, 21 May 2023
Write a public review