Published - Sat, 06 May 2023
যে অডিটে যেকোন ব্যবসায়ের ফাইন্যান্সিয়াল রেকর্ডগুলোকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে অনুসন্ধান করে জালিয়াতি খুজে বের করার চেষ্টা করা হয় এবং পরবর্তী সময়ে কোর্টে উথাপনের জন্য প্রমানপত্র সংগ্রহের চেষ্টা করা হয় তাকে ফরেনসিক অডিট বলে। এটা কোম্পানির আভ্যন্তরীন অডিট থেকে কিছুটা ভিন্ন। এবং যে ব্যক্তি এই অডিট করে তাকে একাউন্টিং এবং অডিটিং এর বাইরে ও দেশে প্রচলিত ব্যবসা এবং অর্থ সংক্রান্ত আইন-কানুনের ব্যপারে এক্সপার্ট হতে হয়।
ফরেনসিক অডিট করার কারণগুলো সাধারণত কি কি?
নিচে উল্লেখ করা কারনগুলোর ফলে যেকোন ব্যবসায়ের ফরেনসিক অডিট বাধ্যতামুলক হতে পারেঃ
ফরেনসিক অডিট করার স্টেপসগুলো কি কি?
ফরেনসিক অডিটের চারটা ধাপ আছে:
1. Planning the Investigation (তদন্ত পরিকল্পনা)
ফরেনসিক অডিটর টিম শুরুতেই পুরো অডিটের জন্য একটা পরিকল্পনা সাজায়। সেই সাথে তারা ঠিক করে নেয় এই ফরেনসিক করার ক্ষেত্রে তাদের উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য হতে পারেঃ
2. Collecting Evidence (প্রমান সংগ্রহ)
প্রমান পত্র সংগ্রহ করা ফরেনসিকের খুবই গুরুত্বপুর্ন কাজ। মুলত জালিয়াতি নিশ্চিত হওয়ার পর ফরেনিওসিক অডিটর টিম জালিয়াতির বিপক্ষে যথেষ্ট পরিমান তথ্য প্রমান সংগ্রহের চেষ্টা করে। কোন ধরনের ডকুমেন্ট আদালতে গৃহীত হবে সেটা ও বিবেচ্য বিষয়।
ধরেন কাচামাল সংগ্রহের জন্য একজন ভেন্ডরকে অর্ডার দেওয়া হলো। কিন্তু মনে হচ্ছে এই অর্ডারে কিছু গড়মিল আছে। হতে পারে কোন অনৈতিক সুবিধা নিয়ে এই অর্ডার দেওয়া হয়েছে। সেক্ষেত্রে অডিটর নিচের বিষয় গুলো নিরীক্ষা করবে।
3. Reporting (রিপোর্টিং)
উপরের ধাপগুলো শেষ করার একজন ফরেনসিক অডিটর পুরো অডিটের সামারি আকারে একটা রিপোর্ট করবেন। এবং সেটা প্রেজেন্ট করবেন ম্যানেজমেন্ট কিংবা ক্লায়েন্টের কাছে। এই রিপোর্টে নিন্মোক্ত বিষয়গুলো থাকতে পারে।
প্রতিবেদনের ভিত্তিতে, ব্যবস্থাপনা পরিষদ সিদ্ধান্ত নিবে তারা কী আদৌ আইনী প্রক্রিয়ায় যাবে নাকি বিষয়টা এখানেই শেষ করবে।
4. Court Proceedings (আদালতের কাজ)
ধরে নিলাম অডিতে খুব ভালো ভাবে জালিয়াতির প্রমান পাওয়া গিয়েছে এবং ব্যবস্থাপনা পরিষদ ফরেনসিক অডিট রিপোর্টের উপর ভিত্তি করে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে, কীভাবে জালিয়াতি হয়েছে এবং প্রমাণগুলি কীভাবে এই জালিয়াতি প্রমান করে তা ব্যাখ্যা করার জন্য অডিটরকেও আদালতে উপস্থিত থাকতে হবে। এক কথায় সেখানে ফরেনসিক অডিটর হিসাব নিকাশের জালিয়াতিকে মানুষের সামনে খুব সহজ ভাবে তুলে ধরবে।
Forensic Audit vs. Internal Audit( আভ্যন্তরীণ অডিট বনাম ফরেনসিক)
Forensic Audit |
Internal Audit |
১. ফরেনসিক অডিট করা হয় কোম্পানির মধ্যকার জালিয়াতি খুজে বের করার জন্য। |
১. কোম্পানীর একাউন্টিং পলিসিতে কোন নীতির ব্যাত্যায় আছে কিনা তা খুজে বের করার চেষ্টা করা হয়। |
2. ফরেনসিক অডিটরদের আইন কানুন সম্পর্কে খুব ভালো ধারনা থাকতে হবে। |
2. আভ্যন্তরীন অডিটরের জন্য আইন সংক্রান্ত গয়ান থাকা জরুরী না। |
3. আইনী কাজকারবারে ফরেনসিক অডিট ব্যবহার হতে পারে। |
3. আভ্যন্তরীন অডিটের তথ্য প্রমান আদালতে গ্রহনযোগ্য নয়। |
4.ফরেনসিক অডিট বাধ্যতামুলক যখন এটা প্রতীয়মান হয় যে কোন একজন কর্মী নিজের স্বার্থে কোম্পানিতে কোন একটা জালিয়াতি করেছে। |
4. অডিট নিয়মিত ভাবেই করা হয় যে কোম্পানির একাউন্টিং পলিসি কিংবা স্ট্যান্ডারডে কোন ভুল আছে কিনা তা দেখতে। |
সারমর্ম (Conclusion)
ফরেনসিক অডিট দরকার হয় প্রতরনা বা ডকুমেন্ট মিসপ্রেজেন্টেশনের মত বিশেষ অপরাধ গুলো খুজে বের করার জন্য। এখানে অতীতের বিভিন্ন ট্রানজেকশন এবং ডেটা এনালাইসিস করে জালিয়াতি প্রমানের স্বপক্ষে প্রমান খুজে বের করার চেষ্টা করা হয়। অন্যদিকে আভ্যন্তরীন অডিট কোম্পানির স্বাভাবিক কার্যক্রম। এখানে চেষ্টা করা হয় কোম্পানির কোন একাউন্টিং পলিসিতে ভুল আছে কিনা কিংবা সব কিছু ঠিকঠাক ভাবে চলছে কিনা তা তদারকি করার জন্য।
Thu, 01 Jun 2023
Sun, 21 May 2023
Wed, 17 May 2023
Write a public review