Published - Wed, 03 May 2023
আপনাকে স্বাগত জানাচ্ছি স্কিল ও ক্যারিয়ার বিষয়ক আরেকটি গুরুত্বপূর্ণ ব্লগপোস্টে। আজ আমরা LinkedIn সম্পর্কে অনেক দরকারি তথ্য ও দিকনির্দেশনা জানবো। আপনার যদি এখনো লিংকডইন প্রোফাইল না থাকে কিংবা লিংকডইনে নতুন হয়ে থাকেন তাহলে এই ব্লগপোস্টটি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে।
লিংকডইন কি?
লিংকডইন হলো ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামসহ অন্য পাঁচটা সোশ্যাল মিডিয়ার মতোই একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তবে এটাকে শুধু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলার চেয়ে প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম বলাটাই বোধহয় বেশি যথাযথ হয়।
ডেটারিপোর্টাল এর প্রতিবেদন অনুযায়ী, লিংকডইনে বর্তমানে প্রায় সাড়ে ৯০০ মিলিয়নের বেশি অ্যাক্টিভ ব্যবহারকারী রয়েছে। এছাড়াও প্রায় ৫৫ মিলিয়নের বেশি কোম্পানি এখানে নিবন্ধিত আছে।
এই প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার কোম্পানি তাদের প্রতিষ্ঠানের জন্য কর্মী খুঁজে নিচ্ছে। বিভিন্ন সেক্টরে অভিজ্ঞ এমন লক্ষ লক্ষ প্রফেশনাল ব্যক্তিরা প্রতিদিন তাদের প্রোফাইলে অনেক প্রয়োজনীয় তথ্য শেয়ার করে যা ফ্রেশারদের জন্য খুবই উপকারী।
আপনি যদি আপনার কাঙ্ক্ষিত পেশায় যেতে খুবই সিরিয়াস থাকেন এবং ওই পেশায় ইতোমধ্যে ভালো পারফরম্যান্স করছে এমন ব্যক্তিদের সান্নিধ্যে থাকতে চান তাহলে LinkedIn একটা সেরা প্ল্যাটফর্ম।
কেন LinkedIn ব্যবহার করবেন?
লিংকডইন ব্যবহার করার সবচেয়ে বড় সুবিধা হলো- এর প্রফেশনাল কাজে প্রয়োজনীয় ফিচারস। আগেই উল্লেখ করেছি, লিংকডইন থেকে প্রতিদিন হাজার হাজার কোম্পানি তাদের প্রতিষ্ঠানের জন্য কর্মী খুঁজে থাকে। আপনি যদি কর্পোরেট সেক্টরে আগ্রহী থাকেন কিংবা ব্যবসায়-বাণিজ্য করতে চান তাহলে এই প্ল্যাটফর্মটি আপনাকে অনেক সুবিধা দিবে।
লিংকডইন ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে এর কয়েকটি উল্লেখযোগ্য সুবিধা বা ফিচারস সম্পর্কে জানতে হয়। আশা করি, এই ফিচারগুলোই আপনাকে বলে দিবে কেন আপনার একটা LinkedIn Profile থাকা আবশ্যক।
অফিস জবের পাশাপাশি লিংকডইনে প্রচুর পরিমাণে রিমোট জব পাওয়া যায়, যেগুলো মূলত নির্দিষ্ট দক্ষতাভিত্তিক। কোনো ফ্রিল্যান্সার Upwork, Fiverr, Freelancer এর মতো প্ল্যাটফর্মের পাশাপাশি LinkedIn-কে কাজের একটা ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে পারেন। নিয়োগকর্তারা খরচ কমাতে প্রজেক্টভিত্তিক কিংবা ঘন্টাভিত্তিক কাজের জন্য এখান থেকে ফ্রিল্যান্সার হায়ার করে থাকে।
ফ্রিল্যান্সাররা লিংকডইনের সার্ভিজ পেইজ ফিচারটিকে ব্যবহার করে একটা ল্যান্ডিং পেইজ বানাতে পারেন এবং সেখান থেকে অনেক ক্লায়েন্ট পেতে পারেন। অন্যসব মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সারদের নির্দিষ্ট ফি দিতে হলেও এখানে সেই খরচটি নেই।
চাকরিজীবী কিংবা ব্যবসায়ীদের পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও লিংকডইন খুবই জনপ্রিয় একটি মাধ্যম। আপনি যদি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে একটা লিংকডউন প্রোফাইল খোলার এটাই মোক্ষম সময়।
প্রায় সবারই ইচ্ছে থাকে যে, পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম জব বা পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি করবে কিংবা ভালো কোনো ব্যবসায় শুরু করবে। একজন শিক্ষার্থী পড়াশোনা শেষে যে অবস্থানে থাকতে চায়, ওই অবস্থানে বর্তমানে আছে এমন ব্যক্তির সান্নিধ্য কিংবা পরামর্শ তার জন্য খুবই দরকারি।
বেশিরভাগ বেসরকারি চাকরির ক্ষেত্রেই কাজের পূর্ব-অভিজ্ঞতা প্রয়োজন পড়ে। পড়াশোনা শেষে এই অভিজ্ঞতা অর্জনের জন্য অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করেন। আপনি এমন কোনো সুযোগ পেতে চাইলে LinkedIn আপনাকে সাহায্য করবে। পাশাপাশি এখানে বহু পার্ট-টাইম জবের খোঁজও পাবেন।
এছাড়া মানুষের সাথে নেটওয়ার্কিং করা, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য শুরুটা ছাত্রজীবন থেকেই হওয়া উচিত। এতে আপনি অন্যদের চেয়ে ভালোভাবে জব মার্কেট সম্পর্কে ধারণা পাবেন এবং সেভাবে নিজেকে প্রস্তুত করতে পারবেন।
যেভাবে আকর্ষণীয় LinkedIn প্রোফাইল তৈরি করবেন
বাংলা ভাষায় একটি প্রবাদ আছে, “আগে দর্শনধারী, তারপর গুণবিচারী”। লিংকডইন প্রোফাইলের ক্ষেত্রেও বিষয়টি ঠিক সেরকমই।
আপনার প্রোফাইলটি দেখতে যদি সুন্দর না হয় এবং আপনি অত্যন্ত মেধাবী ও দক্ষ ব্যক্তি হলেও কেউ আপনার সম্পর্কে সঠিক তথ্য পাবে না এবং এমনকি ইন্টারভিউয়ের জন্যও বিবেচনা করবে না।
সেজন্য LinkedIn Profile সুন্দর, গোছানো ও মার্জিত হওয়া খুবই জরুরি। কিভাবে সুন্দর লিংকডইন প্রোফাইল তৈরি করবেন সে বিষয়ে লিখতে গেলে আজকের লেখাটি অনেক দীর্ঘ হয়ে যাবে, যা অনেকের কাছেই বিরক্তিকর মনে হবে। তাই আজকের এই ব্লগপোস্টে সংক্ষেপে কয়েকটি টপিক আলোচনা করবো এবং পরবর্তীতে অন্য একটা ব্লগপোস্টে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো।
লিংকডইনে দ্রুত চাকরি পেতে আপনি কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে পারেন। যেমন:
আশা করি, উপরের লেখাটি সম্পূর্ণ পড়েছেন এবং কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আপনারা উপকৃত হলেই আমাদের পরিশ্রম সার্থক। লিংকডইন বিষয়ক আরও কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
এছাড়া দক্ষতা বিষয়ক বিভিন্ন ব্লগপোস্ট পড়তে আমাদের ওয়েবসাইটটি ঘুরে দেখার আমন্ত্রণ রইলো।
Thu, 01 Jun 2023
Sun, 21 May 2023
Wed, 17 May 2023
Write a public review