Published - Wed, 03 May 2023

লিংকডইন কি এবং চাকরি পেতে লিংকডইন কেন গুরুত্বপূর্ণ?

লিংকডইন কি এবং চাকরি পেতে লিংকডইন কেন গুরুত্বপূর্ণ?

আপনাকে স্বাগত জানাচ্ছি স্কিল ও ক্যারিয়ার বিষয়ক আরেকটি গুরুত্বপূর্ণ ব্লগপোস্টে। আজ আমরা LinkedIn সম্পর্কে অনেক দরকারি তথ্য ও দিকনির্দেশনা জানবো। আপনার যদি এখনো লিংকডইন প্রোফাইল না থাকে কিংবা লিংকডইনে নতুন হয়ে থাকেন তাহলে এই ব্লগপোস্টটি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে।


লিংকডইন কি?

লিংকডইন হলো ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামসহ অন্য পাঁচটা সোশ্যাল মিডিয়ার মতোই একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তবে এটাকে শুধু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলার চেয়ে প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম বলাটাই বোধহয় বেশি যথাযথ হয়

ডেটারিপোর্টাল এর প্রতিবেদন অনুযায়ী, লিংকডইনে বর্তমানে প্রায় সাড়ে ৯০০ মিলিয়নের বেশি অ্যাক্টিভ ব্যবহারকারী রয়েছে। এছাড়াও প্রায় ৫৫ মিলিয়নের বেশি কোম্পানি এখানে নিবন্ধিত আছে

এই প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার কোম্পানি তাদের প্রতিষ্ঠানের জন্য কর্মী খুঁজে নিচ্ছে। বিভিন্ন সেক্টরে অভিজ্ঞ এমন লক্ষ লক্ষ প্রফেশনাল ব্যক্তিরা প্রতিদিন তাদের প্রোফাইলে অনেক প্রয়োজনীয় তথ্য শেয়ার করে যা ফ্রেশারদের জন্য খুবই উপকারী

আপনি যদি আপনার কাঙ্ক্ষিত পেশায় যেতে খুবই সিরিয়াস থাকেন এবং ওই পেশায় ইতোমধ্যে ভালো পারফরম্যান্স করছে এমন ব্যক্তিদের সান্নিধ্যে থাকতে চান তাহলে LinkedIn একটা সেরা প্ল্যাটফর্ম


কেন LinkedIn ব্যবহার করবেন?

লিংকডইন ব্যবহার করার সবচেয়ে বড় সুবিধা হলো- এর প্রফেশনাল কাজে প্রয়োজনীয় ফিচারস। আগেই উল্লেখ করেছি, লিংকডইন থেকে প্রতিদিন হাজার হাজার কোম্পানি তাদের প্রতিষ্ঠানের জন্য কর্মী খুঁজে থাকে। আপনি যদি কর্পোরেট সেক্টরে আগ্রহী থাকেন কিংবা ব্যবসায়-বাণিজ্য করতে চান তাহলে এই প্ল্যাটফর্মটি আপনাকে অনেক সুবিধা দিবে


প্রধান সুবিধাসমূহ

লিংকডইন ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে এর কয়েকটি উল্লেখযোগ্য সুবিধা বা ফিচারস সম্পর্কে জানতে হয়। আশা করি, এই ফিচারগুলোই আপনাকে বলে দিবে কেন আপনার একটা LinkedIn Profile থাকা আবশ্যক

  • লার্নিং: লিংকডইন ব্যবহারের অন্যতম বড় সুবিধা হলো এখানকার প্রফেশনাল ব্যক্তিদের শেয়ার করা তথ্য, অভিজ্ঞতা ও দিকনির্দেশনা। আপনি ভবিষ্যতে যে সেক্টরেই ক্যারিয়ার গড়তে চান না কেন সব সেক্টরের সেরা ব্যক্তিদের লিংকডইনে খুঁজে পাবেন। আপনি হয়তো তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন না কিন্তু তাদের প্রোফাইলে শেয়ার করা লেখা, দিকনির্দেশনাগুলো থেকে অনেক কিছু জানতে পারবেন। অর্থাৎ একধনের মেন্টরশিপ সুবিধা পেতে পারেন। তাছাড়া, লিংকডইনে Article নামের একটি ফিচার আছে যেখানে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা তাদের কনসেপ্ট অন্যদের সাথে শেয়ার করে
     
  • নেটওয়ার্কিং: একটা লিংডইন প্রোফাইল থাকলে আপনি সবচেয়ে বড় যে সুবিধাটি পাবেন তা হচ্ছে- নেটওয়ার্ক বিল্ড-আপ। আপনি শিক্ষার্থী হন কিংবা কর্মক্ষেত্রে থাকেন, এই প্ল্যাটফর্মটি আপনাকে প্রতিষ্ঠিত ব্যক্তিদের সাথে নেটওয়ার্ক তৈরি করতে অনেক বেশি সহায়তা করবে। এই নেটওয়ার্কিং ব্যবহার করে আপনার কাঙ্ক্ষিত জবটি পেতে পারেন কিংবা ব্যবসায়কে আরও সম্প্রসারণ করতে পারেন। LinkedIn ব্যবহার করে নিজের কমিউনিকেশন স্কিলটাকেও ঝালিয়ে নিতে পারেন
     
  • রেজ্যুমি: আপনার যদি একটি সুন্দর ও গোছানো LinkedIn Profile থাকে তাহলে সেটাকে রেজ্যুমি হিসেবে ব্যবহার করতে পারেন। আমাদের সিভির হার্ডকপি কিংবা পিডিএফ ফাইলে যেরকম শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা ও অন্যান্য দক্ষতাসহ বিভিন্ন সেকশন থাকে তেমনি লিংকডইন প্রোফাইলেও এসব তথ্য যুক্ত করা যায়। যারা লিংকডইন থেকে কর্মী খুঁজে থাকে তাদের কাছে আপনার প্রোফাইলটি একটি রেজ্যুমি হিসেবে ব্যবহৃত হবে, যেটি আপনার পেশাগত ও ব্যক্তিগত জীবনকে উপস্থাপন করবেন
     
  • জব সার্চ: আপনার যদি একটি গোছানো লিংকডইন প্রোফাইল থাকে এবং নিয়মিত আপনি অ্যাক্টিভ থাকেন তাহলে নিয়োগকর্তাই আপনাকে খুঁজে নিবে। এছাড়া আপনি নিজেও আপনার কাঙ্ক্ষিত জবটির জন্য খোঁজাখুঁজি করতে পারেবন। এজন্য ছাত্রজীবন থেকেই লিংকডইনে অ্যাক্টিভ থাকা জরুরি, যাতে গ্র‍্যাজুয়েশন শেষ করেই সীমিত সময়ের মাঝেই কাঙ্ক্ষিত জবটি পেতে পারেন। আপনি যেসব বিষয়ে আগ্রহী সেগুলো সিলেক্ট করে রাখলে প্ল্যাটফর্মটির অ্যালগরিদম নিজেই আপনাকে প্রাসঙ্গিক জব পোস্ট করা হলে তা সাজেস্ট করবে এবং নোটিফিকেশনে জানিয়ে দিবে


ফ্রিল্যান্সারদের জন্য লিংকডইন

অফিস জবের পাশাপাশি লিংকডইনে প্রচুর পরিমাণে রিমোট জব পাওয়া যায়, যেগুলো মূলত নির্দিষ্ট দক্ষতাভিত্তিক। কোনো ফ্রিল্যান্সার Upwork, Fiverr, Freelancer এর মতো প্ল্যাটফর্মের পাশাপাশি LinkedIn-কে কাজের একটা ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে পারেন। নিয়োগকর্তারা খরচ কমাতে প্রজেক্টভিত্তিক কিংবা ঘন্টাভিত্তিক কাজের জন্য এখান থেকে ফ্রিল্যান্সার হায়ার করে থাকে

ফ্রিল্যান্সাররা লিংকডইনের সার্ভিজ পেইজ ফিচারটিকে ব্যবহার করে একটা ল্যান্ডিং পেইজ বানাতে পারেন এবং সেখান থেকে অনেক ক্লায়েন্ট পেতে পারেন। অন্যসব মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সারদের নির্দিষ্ট ফি দিতে হলেও এখানে সেই খরচটি নেই


ছাত্রজীবনে LinkedIn প্রোফাইলের গুরুত্ব

চাকরিজীবী কিংবা ব্যবসায়ীদের পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও লিংকডইন খুবই জনপ্রিয় একটি মাধ্যম। আপনি যদি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে একটা লিংকডউন প্রোফাইল খোলার এটাই মোক্ষম সময়

প্রায় সবারই ইচ্ছে থাকে যে, পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম জব বা পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি করবে কিংবা ভালো কোনো ব্যবসায় শুরু করবে। একজন শিক্ষার্থী পড়াশোনা শেষে যে অবস্থানে থাকতে চায়, ওই অবস্থানে বর্তমানে আছে এমন ব্যক্তির সান্নিধ্য কিংবা পরামর্শ তার জন্য খুবই দরকারি

বেশিরভাগ বেসরকারি চাকরির ক্ষেত্রেই কাজের পূর্ব-অভিজ্ঞতা প্রয়োজন পড়ে। পড়াশোনা শেষে এই অভিজ্ঞতা অর্জনের জন্য অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করেন। আপনি এমন কোনো সুযোগ পেতে চাইলে LinkedIn আপনাকে সাহায্য করবে। পাশাপাশি এখানে বহু পার্ট-টাইম জবের খোঁজও পাবেন

এছাড়া মানুষের সাথে নেটওয়ার্কিং করা, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য শুরুটা ছাত্রজীবন থেকেই হওয়া উচিত। এতে আপনি অন্যদের চেয়ে ভালোভাবে জব মার্কেট সম্পর্কে ধারণা পাবেন এবং সেভাবে নিজেকে প্রস্তুত করতে পারবেন


যেভাবে আকর্ষণীয় LinkedIn প্রোফাইল তৈরি করবেন

বাংলা ভাষায় একটি প্রবাদ আছে, “আগে দর্শনধারী, তারপর গুণবিচারী”লিংকডইন প্রোফাইলের ক্ষেত্রেও বিষয়টি ঠিক সেরকমই

আপনার প্রোফাইলটি দেখতে যদি সুন্দর না হয় এবং আপনি অত্যন্ত মেধাবী ও দক্ষ ব্যক্তি হলেও কেউ আপনার সম্পর্কে সঠিক তথ্য পাবে না এবং এমনকি ইন্টারভিউয়ের জন্যও বিবেচনা করবে না

সেজন্য LinkedIn Profile সুন্দর, গোছানো ও মার্জিত হওয়া খুবই জরুরি। কিভাবে সুন্দর লিংকডইন প্রোফাইল তৈরি করবেন সে বিষয়ে লিখতে গেলে আজকের লেখাটি অনেক দীর্ঘ হয়ে যাবে, যা অনেকের কাছেই বিরক্তিকর মনে হবে। তাই আজকের এই ব্লগপোস্টে সংক্ষেপে কয়েকটি টপিক আলোচনা করবো এবং পরবর্তীতে অন্য একটা ব্লগপোস্টে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো



LinkedIn Profile সাজানোর কয়েকটি উপায়:

  • প্রোফাইল ফটো: কেউ আপনার লিংকডইন প্রোফাইলে গিয়ে সবার আগে যে বিষয়টি লক্ষ্য করে সেটি হচ্ছে প্রোফাইল ফটো। লিংকডইনের প্রোফাইল ফটো অন্য পাঁচটা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের প্রোফাইল ফটোর মতো হওয়া উচিত না। এখানে একটি ফর্মাল হাসিখুশি ছবি যুক্ত করার চেষ্টা করবেন। আবার ছবিটি যেন পাসপোর্ট সাইজের ছবির মতো রোবটিক না হয় সে বিষয়টিও লক্ষ্য রাখবেন। ছবিটি যেন আপনার ব্যক্তিত্বকে উপস্থাপন করে সে দিকটায় লক্ষ্য রাখবেন
     
  • হেডলাইন: এই অংশে আপনার জব পজিশনটি উল্লেখ করবেন। যেমন আপনি যদি ABC কোম্পানির Junior Accountant হন তাহলে এভাবে (Junior Accountant at ABC) লিখবেন। আপনার মূলপেশার সাথে প্রাসঙ্গিক অন্যকোনো যোগ্যতা থাকলে সেটাও উল্লেখ করতে পারেন। এতে অন্যরা আপনার দক্ষতা ও অভিজ্ঞতা সম্পর্কে ধারণা পাবে এবং সার্চ রেজাল্টে আপনার প্রোফাইলের পারফরম্যান্স বৃদ্ধি পাবে
     
  • সামারি: আপনি যখন কোনো ইন্টারভিউ বোর্ডে নিজেকে উপস্থাপন করতে যেসব তথ্য ব্যবহার করেন এখানেও সেসব তথ্য তুলে ধরবেন। এখানে অবশ্যই এমন কিছু লিখবেন না যা আপনার কাজের সাথে প্রাসঙ্গিক না
     
  • জব এক্সপেরিয়েন্স: প্রোফাইলের এই অংশে আপনার অতীতে করা প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতাগুলো তুলে ধরবেন। এক্ষেত্রে সবচেয়ে সাম্প্রতিক কাজটি এবং এরপর ক্রমান্বয়ে পেছনের দিকের কাজের অভিজ্ঞতাগুলো তুলে ধরবেন তাহলে সেটা বেশ আকর্ষণীয় হবে
     
  • স্কিল ও কো-কারিকুলার: এই অংশটা ব্যবহার করবেন আপনার অর্জিত দক্ষতাগুলো সম্পর্কে নিয়োগকর্তাদের অবহিত করার জন্য। এখানে দক্ষতার পাশাপাশি আপনার পেশার সাথে প্রাসঙ্গিক এমন কো-কারিকুলার অ্যাক্টিভিটিস তুলে ধরতে পারেন। যেমন আপনি কোনো সংগঠনে ভলিন্টিয়ারিং করলে কিংবা কোনো প্রতিযোগিতায় বিজয়ী হলে সেগুলো উল্লেখ করতে পারেন
     

LinkedIn-এ দ্রুত চাকরি পাওয়ার উপায়

লিংকডইনে দ্রুত চাকরি পেতে আপনি কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে পারেন। যেমন:

  • সুন্দর ও গোছানো একটা প্রোফাইল তৈরি করা
  • কিওয়ার্ড রিসার্চ করা এবং সেগুলো প্রোফাইলের বিভিন্ন অংশে ব্যবহার করা
  • পছন্দের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর লিংকডইন পেইজ ফলো করা
  • প্রাসঙ্গিক বিভিন্ন লিংকডইন গ্রুপের সাথে যুক্ত থাকা
  • একটা বড়-সড় নেটওয়ার্কিং গড়ে তোলা
  • Open to Work অপশনটি চালু রাখা
     

আশা করি, উপরের লেখাটি সম্পূর্ণ পড়েছেন এবং কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আপনারা উপকৃত হলেই আমাদের পরিশ্রম সার্থক। লিংকডইন বিষয়ক আরও কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন

এছাড়া দক্ষতা বিষয়ক বিভিন্ন ব্লগপোস্ট পড়তে আমাদের ওয়েবসাইটটি ঘুরে দেখার আমন্ত্রণ রইলো

Comments (0)